কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৯:০১ অপরাহ্ন /
কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় অর্ধশত লোকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফায়েল লিটন চৌধুরীর পক্ষ থেকে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে এসব বস্ত্র বিতরণ করা হয়।

কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দত্তের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন শুভ প্রমুখ।