হবিগঞ্জে কলেজ ছাত্রীর নিখোঁজ নিয়ে রহস্য


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন /
হবিগঞ্জে কলেজ ছাত্রীর নিখোঁজ নিয়ে  রহস্য
হবিগঞ্জ প্রতিনিধি 
হবিগঞ্জের  বানিয়াচং উপজেলার জনাব আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী লাবনী আক্তার (১৬) নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর)  সকাল ১০টার দিকে নগদ টাকা, কিছু স্বর্ণালংকার ও কাপড়-চোপড় নিয়ে নিজ বাড়ি থেকে হবিগঞ্জের উদ্দেশে বের হয় লাবনী। পরদিন (৪ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের দিন রাত সাড়ে ১১টার দিকে লাবনীর বড় ভাই ছোট বোনের মোবাইল নাম্বারে ফোন করলে সে রিসিভ করে জানায়, যেখানে গিয়েছে সেই জায়গার গেইট মালিক তালা দিয়ে দিয়েছেন। সে বের হতে পারছেনা। তবে সঠিক স্থানের নাম বলতে পারেনি। শুধু ‘হবিগঞ্জ শহরের রাজনগর’ শব্দটুকু বোঝা গিয়েছিলো বলে পরিবারের দাবি। এর কিছুক্ষণ পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। এরপর লাবনীর মা ও ভাইরা হবিগঞ্জ শহরের বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে খুঁজেছেন, কিন্তু তার কোনো সন্ধান পাননি। লাবনী উপজেলার চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লার বাসিন্দা।
পরবর্তীতে বাড়িতে লাবনীর খাতা-বই তল্লাশি করে মা’র উদ্দেশে লেখা ৪ পৃষ্ঠার একটি চিঠি পাওয়া যায়। তাতে লাবনী উল্লেখ করে, সে হবিগঞ্জ শহরে সরকারি খরচে ৪ মাসের জন্য কম্পিউটার প্রশিক্ষণ নিতে যাচ্ছে। সে কারও হাত ধরে পালায়নি এবং তার যেনো খোঁজ না করা হয় বলে বারবার লিখেছে। চিঠিতে আরও উল্লেখ রয়েছে, ৪ মাস পর সে নিজে বাড়ি ফিরবে। পরিবারের দাবি, লাবনী বাড়ি থেকে ৯ হাজার টাকা (মায়ের লুকানো ৭ হাজার ও বোনের সঞ্চিত ২ হাজার টাকা) এবং কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে।

এ বিষয়ে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে বিষয়টি অবগত করলে তিনি নিজে পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাবনীকে উদ্ধারের কার্যক্রম চালাবেন বলে আশ্বাস দিয়েছেন।