মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সম্মাননা পেলেন হবিগঞ্জের এসপি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন /
মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সম্মাননা পেলেন হবিগঞ্জের এসপি

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি

সিলেট রেঞ্জ কার্যালয়ে জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।

সভায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানকে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এসময় ডিআইজি মুশফেকুর রহমান বলেন, “হবিগঞ্জ জেলা পুলিশ সম্প্রতি মাদকবিরোধী অভিযানে অসাধারণ ভূমিকা রেখেছে। এসপি মহোদয়ের নেতৃত্ব ও নিষ্ঠা সিলেট রেঞ্জের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

সম্মাননা গ্রহণ শেষে পুলিশ সুপার সাজেদুর রহমান বলেন, এ সম্মান পুরো হবিগঞ্জ জেলা পুলিশের। জনগণের সহযোগিতা ও কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় মাদকবিরোধী অভিযান সফল হচ্ছে। আমরা হবিগঞ্জকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এছাড়া মামলার নিষ্পত্তি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধারসহ থানার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ এবং হবিগঞ্জ সদর মডেল থানার এএসআই (নি:) আব্দুস সামাদ আজাদ ‘শ্রেষ্ঠ এএসআই’ হিসেবে পুরস্কৃত হন।

সভায় বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।