তেতুলিয়ায় দৈনিক করতোয়ার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৫, ১:০৯ পূর্বাহ্ন /
তেতুলিয়ায় দৈনিক করতোয়ার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পঞ্চগড় জেলা প্রতিনিধি: মোঃখাদেমুল ইসলাম

পঞ্চগড় জেলা তেতুলিয়ায়, দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছর পদার্পণ উপলক্ষ্যে তেঁতুলিয়া উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

মমঙ্গলবার (১২ আগস্ট ) বিকালে তেতুলিয়া প্রেস ক্লাবের অফিসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। বিশেষ অতিথি হিসেবে তেতুলিয়া পরিবেশ বিদ মাহমুদুল রহমান, তেতুলিয়া মডেল থানা পুলিশের এস আই মিন্টন,তেতুলিয়ার এ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফ।

পরে দৈনিক করতোয়া পত্রিকার তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি আব্দুল বাসেত সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক ভোরের পাতা,মো. খাদেমুল ইসলাম, দৈনিক আমাদের সময় সালাউদ্দিন আহমেদ এসকে দোয়েল দৈনিক দিনকাল প্রতিনিধি সোহরাব আলী, দৈনিক নওরোজ হাফিজুর রহমান হাবিব, দৈনিক সমকাল প্রতিনিধি জুলহাজ উদ্দিন, দৈনিক কালবেলা মোঃ মোবারক হোসেন, সংবাদ প্রতিনিধি আব্দুল রাজ্জাক, দৈনিক মত প্রকাশ মিজানুর রহমান মিন্টু এনটিভির রবিউল ইসলাম সহ প্রমুখ। এছাড়াও আরো অনেকেও উপস্থিত ছিলেন।

এসময় আলোচনায় বক্তারা বলেন, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের কারণে দৈনিক করতোয়া পত্রিকা পাঠক মহলে সমাদৃত হয়েছে। দেশ ও জাতি কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আগামিতেও পত্রিকাটি সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।