হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলটি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাবেক সভাপতি মুফতি এখলাছুর রহমান রিয়াদ।
শনিবার (৯ আগস্ট) জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় প্রার্থীদের নাম ঘোষণাকালে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী হবিগঞ্জ-২ আসনে মুফতি এখলাছুর রহমান রিয়াদের নাম ঘোষণা করেন। এ সময়ে দলের নির্বাচন উপ-কমিটির নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
মুফতি এখলাছুর রহমান রিয়াদ কৈশোর থেকেই জমিয়তের সঙ্গে সম্পৃক্ত। তিনি ছাত্র ও যুব জমিয়তের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য পদে দায়িত্বরত আছেন। তিনি ইসলামী শিক্ষার প্রসার ও গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত প্রাণ সেবক হিসেবে কাজ করে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :