জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে হবিগঞ্জে আলোচনা সভা
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন /
০
হবিগঞ্জ প্রতিনিধি
জুলাই রেভ্যুলেশনারী এ্যালায়েন্স হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে “জুলাই বিপ্লবের বর্ষপূর্তি” উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকেলে শহরের একটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুলাই রেভ্যুলেশনারী এ্যালায়েন্স হবিগঞ্জ জেলা আহ্বায়ক পলাশ মাহমুদ। সভা পরিচালনা করেন সদস্য সচিব তোফায়েল আহমেদ।
আলোচনায় বক্তব্য রাখেন এ্যালায়েন্সের হবিগঞ্জ জেলার মুখ্য সংগঠক শাহরিয়ার আহমেদ নাজিম, মুখপাত্র মিনজাব ছাহাম, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ও আলাউর রহমান বামসী, যুগ্ম সদস্য সচিব তারেক মোহাম্মদ জাকি এবং সম্মানিত সদস্য আব্দুল ওয়াহিদ মনির ও আহনাফুজ্জামান তুহিন প্রমুখ। বক্তারা বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গঠন করতেই হবে।” তারা ইনসাফ, মানবাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।
মাগরিবের নামাজের পর শহরের রাজনগর ইসলামিয়া এতিমখানায় শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন এতিমখানার পরিচালক। আলোচনা সভা ও দোয়া মাহফিলে
আপনার মতামত লিখুন :