যারা চক্রান্ত করছে তারা আমাদের বন্ধু হতে পারে না- জি কে গউছ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন /
যারা চক্রান্ত করছে তারা আমাদের বন্ধু হতে পারে না- জি কে গউছ
হবিগঞ্জ প্রতিনিধি ॥
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন- যাদের জামানত হারানোর ভয় আছে তারাই জাতীয় সংসদ নির্বাচন পেছাতে চায়। যারা দলের প্রতীক নিয়ে নির্বাচন করার সাহস রাখে না, যারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছেন, ভবিষ্যতেও বিএনপির ছায়ায় থেকে এমপি হতে চায়, তারাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্রে কালিমালেপন করতে চায়। এই সমস্ত বর্ণচোরা, দুর্নীতিবাজ, লুটেরাদের চিহ্নিত করে আমরা রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করব, ইনশাআল্লাহ। তিনি বুধবার (১৬ জুলাই)রাতে হবিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের ২টি ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। জি কে গউছ আরও বলেন- দেশের প্রয়োজনে দেশের মানুষের কল্যাণে বিএনপি সব সময় দেশের পক্ষে অবস্থান নিয়েছে। এ জন্য বিএনপির প্রতি মানুষের ভালোবাসা আকাশচুম্বি। বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। দেশি-বিদেশি চক্রান্তকারীরা বসে নেই, তাদের চক্রান্তের কারনেই শহীদ প্রেসিডেন্ট শহীদ হয়েছেন। তারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করলেই বিএনপি নিশ্চিন্ন হয়ে যাবে। কিন্তু মানুষের ভালোবাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার ঘরে দাঁড়িয়েছিল। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিএনপি ৩ বার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে।
তিনি বলেন- দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তারা আমাদের বন্ধু হতে পারে না। বিএনপি প্রতিহিংসা পরায়ন রাজনীতি করে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, মানুষের সঙ্গে থাকুন, মানুষকে সঙ্গে রাখুন। মানুষের ভালোবাসা ছাড়া, মানুষের সমর্থন ছাড়া রাষ্ট্র মতায় যাওয়ার কোনো সুযোগ নেই।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমার বাচ্চু, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদত, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল খান, সাধারণ সম্পাদক এম এ মামুন প্রমুখ।