
ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট।
সিলেটের ওসমানীনগরে ৮টি মামলার পলাতক আসামি শাহীন মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে ওসমানীনগর থানা পুলিশ র্যাবের যৌথ অভিযানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জের আউসকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন উপজেলার বুরুঙ্গা ইউপির কামারগাঁও গ্রামের মৃত ছাদির আলীরপুত্র।
ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, শাহীনের বিরুদ্ধে ওসমানীনগর থানা ৫টি ডাকাতি মামলাসহ ৮টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ৪টি মামলার ওয়ারেন্ট ছিল, সে গত ৪ বছর ধরে পলাতক ছিল।
আপনার মতামত লিখুন :