
সিলেট প্রতিনিধিঃ
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাদেআলী আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি পরিবারের মাঝে জেলা প্রশাসনের ত্রান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) বিকেল ৪ টায় ত্রান বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান।
এ সময় উপস্হিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নুশরাত আজমিরি হক, সিলেট জেলা আওয়ামীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা পিআইও হিরণ মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনিবাহী সদস্য মিঠু দাস জয়, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মো: শাহানূর, সদর উপজেলা আওয়ামীগের অর্থ সম্পাদক সাজ্জাদ মিয়া, কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মনাফ, ৯ নং ওয়ার্ডের মেম্বার মোজ্জামেল, ৭ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মামুন, মহিলা মেম্বার রুমা বেগম, জেলা যুবলীগ নেতা রাইসুক হক, নিজাম উদ্দিন, কুতুব উদ্দিন, মনির উদ্দিন, ছাত্রলীগ নেতা রুহুল আমিন শাহান।
সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, বন্যা কবলিত মানুষেরা যারা আশ্রয় কেন্দ্রে এবং অন্যত্র ছিলেন তারা ঘরে ফিরে আসছেন। তাদের খোঁজ নিতে এসেছি। নিজেদের ঘরে ফিরে আসা নিশ্চয় আনন্দের। মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের জন্য ৬০০ মেট্টিক টন চাল বরাদ্ধ দিয়েছেন। ইতোমধ্যে আমরা প্রায় সাড়ে ৫০০ মেট্টিক টন চাল বিতরণ করেছি। ত্রাণ হিসেবে প্রয়োজনীয় পণ্যগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সবাই কাজ করছেন।
আপনার মতামত লিখুন :