চুনারুঘাটে দুটি করাতকলের মালিককে জরিমানা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২৪, ২০২২, ৭:২৮ অপরাহ্ন /
চুনারুঘাটে দুটি করাতকলের মালিককে জরিমানা

 নূরুজ্জামান ফারুকী   হবিগঞ্জ প্রতিনিধি  : হবিগঞ্জের চুনারুঘাট  উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদ বাজার ও শানখলা বাজার সংলগ্ন  এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় দুটি করাতকলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪মে) দুপুরে  দুটি করাতকলে ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা  আইন-২০১২’ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল ।  তিনি  জানান, শানখলা ও শাকির মোহাম্মদ  এলাকায় লাইসেন্স ছাড়া দীর্ঘদিন  ধরে করাতকল চালানোর অপরাধে সাদেকপুর এলাকার মোঃ তাহের মিয়া (৪০) ও বাহুবল উপজেলার নারিকেলতলা এলাকার মো: মতিন মিয়া (৪৫) সহ প্রত্যেককে ২ মাস কারাদন্ড এবং ২০০০/- টাকা অর্থদণ্ড  আরোপ করা হয়। লাইসেন্সবিহীন করাত কলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতকে  সহযোগিতা করেন কালেঙ্গা বিট অফিসার ও  চুনারুঘাট থানা পুলিশের একটি দল ।