হবিগঞ্জে পুত্রের ছুরিকাঘাতে পিতা খুন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১৬, ২০২২, ১২:৩০ পূর্বাহ্ন /
হবিগঞ্জে পুত্রের ছুরিকাঘাতে পিতা খুন

হবিগঞ্জ প্রতিনিধি॥

মা-বাবার ঝগড়াকে কেন্দ্র করে পুত্রের ছুরিকাঘাতে পিতা আজদু মিয়া (৫৫) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ মে) হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাও গ্রামের পশ্চিম হাটি। আজদু মিয়াওই গ্রামের আব্দুর রশিদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয়াদী নিয়ে আজদু মিয়া ও তার স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে মোঃ মাসুম মিয়া (২০) মায়ের পক্ষ নিয়ে সন্ধ্যায় পিতা আজদু মিয়ার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এ সময় আজদু মিয়া পুত্র মাসুমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে পুত্র মোঃ মাছুম মিয়া পিতা আজদু মিয়াকে ছুরি দিয়ে আঘাত করে। এতে আজদু মিয়া মারা যান। ঘটনার পর পরই ঘাতক মাসুম পালিয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। ঘাতক মাসুমকে গ্রেফতারে পুলিশ অভিযান চলছে বলে জানা গেছে।