বানিয়াচংয়ে সাধারণ যাত্রী চলাচলে ভোগান্তি।।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১৫, ২০২২, ১২:২৬ পূর্বাহ্ন /
বানিয়াচংয়ে সাধারণ যাত্রী চলাচলে ভোগান্তি।।

ষ্টাপ রিপোর্টার।

প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলার সাধারণ যাত্রী সাধারণের বিভিন্ন পরিবহনে চলাচলে নানান রকম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বানিয়াচং থেকে সরাসরি হবিগঞ্জ সদরের সাথে সড়ক যোগাযোগ শুরু হয় ৯৬ সালে। শুরুতে জীপ গাড়ি(চান্দের গাড়ী) দিয়ে যাত্রী পরিবহন শুরু হলেও মানুষের দাবীর কারণে ৯৭ সাল থেকে বাস চলাচল শুরু হয়।

বাসের বিভিন্ন অনিয়ম ও ধীরলয়ে চলার কারনে বিকল্প পরিবহন ইমা গাড়ি, ম্যক্সি গাড়ি ,মিনিবাস চালু হলেও দ্রুতলয়ে চালুর কারণে সিএনজি সব পরিবহনের লালবাতি জ¦ালিয়ে এককভাবে চলতে থাকে।

দীর্ঘদিন অন্যকোন পরিবহন চলাচল না করায় সিএনজি‘র মালিক ড্রাইভার ও পরিবহন শ্রমিকরা বিনা কারণে পরিবহন ভাড়া বৃদ্ধি,অশোভন আচরণ,অদক্ষ চালক দিয়ে ড্রাইভিং করানো সহ নানান অভিযোগ স্থানীয় প্রশাসনের নিকট করা হলেও সিএনজির লোকজন তাদের বেপরোয়া আচরণ ও নিয়মকানুন অব্যাহত রাখেন। সাম্প্রতিক কালে ঈদ উপলক্ষ্যে সিএনজি‘র ভাড়া ৪০ টাকিা থেকে বৃদ্ধি করে ৫০ টাকা এক তরফাভাবে চালু করলে ১১ মে স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি ও সিএনজি পরিবহনের নেতারা মিলে ৪০ টাকা ভাড়া নির্ধারণ করেন। কিন্তু পরদিন ১২ মে আকস্মিকভাবে সিএনজি‘র মালিক,ড্রাইভার ও পরিবহন শ্রমিকরা ধর্মঘট ডাকেন।

এ ব্যাপারে স্থানীয় প্রশাসন তাদের সাথে কথা বলে ১৬ মে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা পর্যন্ত ৪০ টাকা নির্ধারণ করে ধর্মঘট প্রত্যাহার করিয়েছেন।

অন্যদিকে সিএনজি‘র বিকল্প পরিবহনের দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ফোরামে যাত্রী হয়রানী বন্ধে সাধারণ মানুষ সোচ্চার হলে হবিগঞ্জ বাস মালিক সমিতি বানিয়াচং-আজমিরীগঞ্জ থেকে হবিগঞ্জ আসা যাওয়ার জন্য বাস সার্ভিসের ঘোষনা দিয়ে বাস চলাচল চালু করেছেন।

সিএনজি‘র নৈরাজ্য ঠেকাতে বানিয়াচং-হবিগঞ্জ সড়কে জনপ্রতি ৩০ টাকা ভাড়ায় বাস চলাচল শুরু হয়েছে। এতে করে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। শনিবার (১৪ মে) ভোরবেলা থেকে প্রাথমিকভাবে ৬টি বাস চলাচল করছে ওই সড়কে। জানা যায়,দীর্ঘদিন যাবত সিএনজি অটো রিকশার নৈরাজ্য ছিলো ওই সড়কে।অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রীদের সাথে অসদাচরণের অভিযোগ উঠে কয়েকদিন পরপর। যার ফলে সিএনজি নৈরাজ্য ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে বিকল্প পরিবহনের দাবি জানান বানিয়াচংবাসী। যাত্রীদের ভোগান্তি লাগবে বিষয়টি আমলে নিয়ে ওই সড়কে আজ ১৪ মে শনিবার ভোরবেলা থেকে প্রাথমিকভাবে ৬টি বাস চলাচলের সুযোগ করে দিয়েছেন হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতি। সিএনজি নৈরাজ্য ঠেকাতে বাস চলাচল শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। ইকবাল মিয়া,ঝুমুর দেব,তাজুল মিয়াসহ অসংখ্য স্কুল কলেজ শিক্ষার্থী যাত্রীরা জানান,বানিয়াচং-হবিগঞ্জ সড়কে বাস চলাচল করবে এটা আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিলো।বাস চলাচল শুরু হয়েছে আমরা খুবই আনন্দিত। আর সিএনজি ওয়ালাদের হাতে জিম্মি থাকতে হবেনা আমাদের।এসময় তারা হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। অপরদিকে আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে আরো ১২ টি বাস চলাচল করবে বলেও নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়।

এ ব্যাপারে এশিয়ান টিভি‘র হবিগঞ্জ প্রতিনিধি এসএম সুরুজ আলী জানান, বানিয়াচং-হবিগঞ্জ রোডে আমি একজন নিয়মিত যাত্রী। এরা কোন নিয়ম-কানুন মানেনা। দিনের বেলা একরকম ভাড়া,সন্ধ্যায় আরেক রকম। আর রাত হলে তাদের রাম রাজত্ব কায়েম করে ফেলে। আর এগুলো নিয়ে কথা বললে দেখতে পারবেন এদের কি রকম আচরণ। সিএনজি পরিবহনের চালকদের অশোভন আচরণ খুবই পীড়াদায়ক। তারা গায়ের জোর খাটিয়ে মানুষের সাথে কথা বলে।

এ ব্যাপারে হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বলেন, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার মানুষের দাবী ও চাহিদার কথা বিবেচনা করে আমরা অনেকগুলো বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি সবার সহযোগিতা পাবো।