
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ঘটনার ১৯ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া সাড়ে তিন বছরের শিশু মাহবুব ইসলাম মাহিনকে উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে জুড়ী উপজেলার কাপনা পাহাড় এলাকায় একটি দোকান থেকে তাকে উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা ওই দোকানেই তাকে কৌশলে রেখে সটকে পড়ে।
বুধবার উদ্ধারের পর রাত ১২টায় এ তথ্য নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে তাকে উদ্ধার করেন। রাতেই উদ্ধার হওয়া শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় বুধবার শিশু মাহিনের চাচা টিলাগাঁও ইউনিয়নের সন্দ্রাবাজ গ্রামের মৃত ছইদ উল্যার ছেলে লোকমান মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় জুড়ী উপজেলার সাগরনাল গ্রামের রইছ মিয়ার ছেলে মাজেদ আহমদ মজনুর নামোল্লেখ এবং আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে টিন ঘরের সিঁধ কেটে মায়ের পাশ থেকে ঘুমন্ত অবস্থায় শিশু মাহবুব ইসলাম মাহিনকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই শিশু মাহিন তার মায়ের সঙ্গে নানার বাড়িতে ছিল। সে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাসিন্দা দুবাই প্রবাসী মর্তুজ আলীর ছেলে।
সিঁধ কেটে ঘর থেকে শিশু চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। সেইসঙ্গে শিশুটিকে উদ্ধারে দ্রুত অভিযানে নামে পুলিশ।
আপনার মতামত লিখুন :