
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শেরপুরে ঢাকা-সিলেট মহা সড়কের বাসের চাপায় রাকিব আলী রানা নামের এক তরুন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্যসহ চারজন।
রোববার রাত পৌনে ৪ টায় ধুর্ঘটনাটি ঘটে মৌলভীবাজার জেলার সদরের ঢাকা-সিলেট মহা সড়কের শেরপুরস্থ মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায়।
নিহত পুলিশ সদস্য রাকিব আলী রানা সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার গিরিশ নগর গ্রামের আব্দুল হক এর পুত্র। নিহত রানা পুলিশের ২০১৮ এর দ্বিতীয় ব্যাচের সদস্য ছিলেন।
এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুই পুলিশ সদস্য। তারা হলেন সিলেটের বিশ্বনাথের পশ্চিম শ্বাসরাম গ্রামের আতাউর রহমান গুলজারের ছেলে কামরানুর রহমান ও অপরজন আনিস আহমেদ। আহত অপর দুজনের মধ্যে একজন মহিলা।
সিলেট মহানগর পুলিশ জানায়, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে দায়িত্ব পালন করছিলেন ওই তিন পুলিশ সদস্য। গভীর রাত প্রায় ৪টার দিকে জালালাবাদ পরিবহনের সিলেটগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে এ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব সংবাদমাধ্যমকে বলেন, নৈশকোচটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের চাপা দিয়ে গোলচত্বরে ওঠে পড়ে। আহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের একটি দল। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাকিব আলী রানা। আহত অপর দুজনকে ভর্তি করা হয়েছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
আপনার মতামত লিখুন :