
ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট
সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, ‘মদ, গাঁজা, ইয়াবাসহ যে কোনো ধরনের মাদক এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। মাদক বিক্রেতা, তাদের আশ্রয়-প্রশ্রয় দাতা, মাদক সেবনকারীদের চিহ্নিত করে মাদক ব্যবসা প্রতিরোধে সমাজের সব শ্রেণিপেশার মানুষজনকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।’
শুক্রবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুর থানা চত্বরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজনের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডিশনাল ডিআইজি।
তিনি বলেন, ‘মেধাসম্পন্ন জাতি গঠন করতে হলে মাদকমুক্ত দেশ গঠন করতে হবে। উপজেলার সীমান্ত নদী জাদুকাটার তীর কেটে কেউ যেন বালু-পাথর অবৈধভাবে উত্তোলন করতে না পারে, সে ব্যাপারে থানা পুলিশকে আরও তৎপর হতে হবে।
মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের ব্যাপারে সঠিক তথ্য দিয়ে মাদক ব্যবসা প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার।
সম্প্রতি উপজেলার রসুলপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় গ্রামের নিরীহ মানুষের নিরাপত্তার বিষয়ে নজরদারি রাখতে থানা পুলিশকে নির্দেশনা দেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল (তাহিরপুর-জামালগঞ্জ) মো. সাহিদুর রহমান।
থানার ওসি মো.আব্দুল লতিফ তরফদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ আব্দুছ সোবাহান আখঞ্জি, থানা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার (সাবেক) মো আব্দুস সাহিদ তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান জুনাব আলী, আলী আহমদ মুরাদ, হাজী ইউনুছ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব (একাংশ) সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :