ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৪ ঘণ্টায় ৫২ হাজার যানবাহন পারাপার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১, ২০২২, ৯:৩১ পূর্বাহ্ন /
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৪ ঘণ্টায় ৫২ হাজার যানবাহন পারাপার

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট

ঈদযাত্রায় গত ২৪ ঘণ্টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ দিয়ে ৫২ হাজার ১২৬টি যানবাহন চলাচল করেছে। শুক্রবার দুপর ১২টা থেকে শনিবার দুপর ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন এ মহাসড়কে চলাচল করেছে।

কাঁচপুর হাইওয়ে থানা সূত্র জানায়, মহাসড়কে চলাচল করা ৫২ হাজার ১২৬টি যানবাহনের মধ্যে ৫ হাজার ৫৩৬টি প্রাইভেটকার, ৪ হাজার ৫৫২টি মাইক্রোবাস, ১ হাজার ২টি মিনিবাস, ৭৯০টি পিকআপ গাড়ি, ৬৫৪টি মিনি ট্রাক, ৩ হাজার বড় বাস, ৭ হাজার বড় ট্রাক, ১ হাজার ৬৫০টি মিডিয়াম ট্রাকসহ ছোট-বড় বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করেছে।

তবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গত কয়েক দিনের তুলনায় গাড়ির চাপ বাড়লেও মহাসড়কে এখনো পর্যন্ত কোনো যানজট সৃষ্টি হয়নি। এতে কোনো রকমের ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছতে পারছেন যাত্রীরা। এছাড়া মহাসড়কের প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করার ফলে ঘরমুখো যাত্রীরা স্বস্তিতেই গ্রামে যাচ্ছেন।

কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক ওমর ফারুক বলেন, শুক্রবার হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ সবচেয়ে বেশি ছিল। আগামী কয়েক দিন গাড়ির চাপ এমনই থাকবে বলে জানান তিনি। গাড়ির চাপ বাড়লেও মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন না তিনি।

তিনি আরও বলেন, মানুষের ভোগান্তি নিরসনে প্রতিটি পয়েন্টে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি হোন্ডা পার্টি, মোবাইল টিম, সাদা পোশাকে পুলিশ থাকছে।