মাধবপুরের সেই তরুণীর চিকিৎসায় ইউএনওর অনুদান


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২২, ১২:৩২ পূর্বাহ্ন /
মাধবপুরের সেই তরুণীর চিকিৎসায় ইউএনওর অনুদান

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিষ্ঠুর নির্যাতনের শিকার তরুণীর চিকিৎসার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মঈনুল ইসলাম মঈন ৫ হাজার টাকা দিয়েছেন। বুধবার সকালে মেয়েটির বাবার হাতে এই টাকা তুলে দেন ইউএনও।

এরআগে ইউএনও মঙ্গলবার ওই তরুণীর বাড়িতে গিয়ে তার চিকিৎসার সকল ব্যয়ভার বহনসহ তার পরিবারকে সবধরণের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

প্রসঙ্গত, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ এপ্রিল মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে বখাটেরা। এ ঘটনার ছয় দিন পর ৬ বখাটের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মেয়েটির স্তন ও হাতের বিভিন্ন স্থানে কেটে যাওয়ায় অন্তত ৫০টি সেলাই লেগেছে।

ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। মেয়েটির চিকিৎসার সকল ব্যয় উপজেলা প্রশাসন বহন করবে। এ ছাড়া তার পরিবারকে সরকারের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করারও আশ্বাস দিয়ে এসেছি। প্রাথমিকভাবে তার পরিবারকে ৫ হাজার টাকা দিয়েছি। পর্যায়ক্রমে আরও সহযোগিতা করা হবে।