নবীগঞ্জে সাংবাদিক সজীবের উপর সন্ত্রাসী হামলা! রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২২, ১২:২৬ পূর্বাহ্ন /
নবীগঞ্জে সাংবাদিক সজীবের উপর সন্ত্রাসী হামলা! রক্তাক্ত অবস্থায়  হাসপাতালে ভর্তি

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোফাজ্জল হোসেন সজীব (৩৫)৷ প্রথমে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তার অবস্থার বেগতিক দেখে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন৷

জানাযায়, উপজেলার ওই গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র মোফাজ্জল হোসেন সজীব। তিনি পেশায় একজন সংবাদকর্মী। তিনি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন৷ তিনি তার কর্তব্য কাজ শেষে নবীগঞ্জ শহর থেকে বাড়ী ফেরার পথিমধ্যে গত ২৫ এপ্রিল সোমবার দিবাগত রাত অনুমান সাড়ে ১১টায় পূর্ব শত্রুতার জেরধরে একই গ্রামের মৃত আঃ সাহিদের পুত্র তফজ্জুল ইসলাম ও এনামুল মিলে পূর্ব থেকে রাস্তায় ওঁৎ পেতে থাকে। ঘটনাস্থলে গ্রামের রাস্তায় সাংবাদিক মোফাজ্জল হোসেন সজীব পৌঁছা মাত্রই তার পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে দা’রামদা দিয়ে তাকে কুপাতে থাকে। এসময় ভাগ্যক্রমে অন্যান্য পথচারী ও প্রতিবেশীরা সজীবের জোর চিৎকার শোনে তাকে বাঁচাতে এগিয়ে আসলে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়৷ পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক ভাবে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়৷

এ খবর যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ গণ মাধ্যমে প্রকাশ হলে চতুরদিকে ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে৷ এতেবহবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে সাংবাদিক সজীবকে গভীররাতেই দেখতে যান হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল খান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম. মুজিবুর রহমান, দৈনিক হবিগঞ্জের বাণীর স্টাফ রিপোর্টার সজলু মিয়া, সাংবাদিক নাবেদ মিয়া, আলাল মিয়া সহ নবীগঞ্জ ও হবিগঞ্জে কর্মরত অনেক সাংবাদিক নেতৃবৃন্দ। তারা এই সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবী জানান৷