
ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন চলতি বছরের ১৫ জুন অনুষ্ঠিত হবে।
সোমবার নির্বাচন কমিশনের দেওয়া এক পত্রে এ তথ্য জানানো হয়।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির এ তথ্য নিশ্চিত করেছেন সোমবার রাতে যুগান্তরকে বলেন, আগামী ১৫ জুন এ উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন থেকে এ সিদ্ধান্তের কথা আমাদের জানানো হয়েছে।
প্রসঙ্গত, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ২৯ জানুয়ারি মারা যাওয়ার পর এ পদটি শূন্য ঘোষণা করা হয়। তিনি ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন।
আপনার মতামত লিখুন :