শফিউল আলম নাদেলের পক্ষে কুলাউড়ায় ঈদ উপহার বিতরণ 


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২২, ১২:২৫ পূর্বাহ্ন /
শফিউল আলম নাদেলের পক্ষে কুলাউড়ায় ঈদ উপহার বিতরণ 

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর পক্ষে কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়ন এবং কুলাউড়া পৌরসভার সুবিধা বঞ্ছিত মানুষের মাঝে ঈদের উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে শফিউল আলম চৌধুরী নাদেল এর কৌলাস্থ নিজ বাড়িতে ঈদের উপহার বিতরণ করা হয়।

রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগের সভাপতিত্বে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মতিউর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু ও পৌর আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলী প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক, জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, কাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত, কুলাউড়া সদর ইউনিয়নের সভাপতি কলা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছদ্দর আলী, সাধারণ সম্পাদক আপ্তাব আলী, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মন্নাফ, হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনু মিয়া, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মকদ্দছ আলি, বরমচাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তুতি মিয়া, সাধারণ সম্পাদক তাজ খান, ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈকুতুল ইসলাম, সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানু, যুবলীগ নেতা সিপন খান, মোদাব্বের হোসেন ঝুমন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি খায়রুল আমল মিটু, উপজেলা যুবলীগের ত্রান ও সমাজ সেবা সম্পাদক  এস এম জুনাব আহমেদ, টিলাগাও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন, রাউৎগাও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ অভি প্রমুখ।