লণ্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২২, ১২:১১ পূর্বাহ্ন /
লণ্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

গত ১২ই এপ্রিল মঙ্গলবার পূর্ব লণ্ডনের সোনারগাঁও রেষ্টুরেন্টে কমলগন্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্দোগে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি প্রভাষক শেখ শামিম শাহেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বুলবুল আহমেদের পরিচালনায় ও সহ সাংগঠনিক সম্পাদক এস এম আতিকের সার্বিক তত্ত্বাবধানে সম্মানিত অতিথি হিসেবে উপস্তিত ছিলেন প্রধান উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌ: ,বিশিষ্ট লেখক মজিবুল হক মনি, উপদেষ্টা আলহাজ্ব মো: বাচ্চু বখত, হাজী মো: আব্দুশ শহিদ, কবি মো:ইকবাল, কমিউনিটি নেতা নজরুল ইসলাম, মইনুল ইসলাম।

এছাড়া কার্য্যকরী কমিটির সিনিয়র সহসভাপতি মোফাচ্ছির আলম সোয়েল, সহসভাপতি সেলিম মিয়া, যূগ্ন সম্পাদক নূরুজ্জামান চৌধুরী রাসেল, যূগ্ন সম্পাদক মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুকিম বক্ত, কোষাধ্যক্ষ মো: ইয়াকুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশাররফ শায়েক, তথ্য ও গবেষনা সম্পাদক হাসান কাওছার চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক উৎপল সিংহ, নুর উদ্দিন, কাজী ফয়সল, আলাল আহমেদ, সৌরভ প্রমূখ উপস্তিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহিন আহমেদ চৌ:, ইসলামী নাসিদ পেশ করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ ফখরুল মোস্তফা, শাহ নুরুল মোস্তফা ও শাহ নাজমুল মোস্তফা। রমজানের তাৎপর্য্য নিয়ে ধর্মীয় আলোচনা করেন রেডকোর্ট মসজিদের সম্মানিত ইমাম সাহেব। ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ থেকে আগত মাও: সৈয়দ আবু ইউসুফ ।এতে দেশ ও প্রবাসী সকল মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।পরিশেষে উপস্তিত সবার মধ্যে ইফতার পরিবেশন সফলভাবে সম্পন্ন করা হয়।