নবীগঞ্জে জুয়া ও মাদকের জমজমাট আসর


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২২, ১২:৪৬ পূর্বাহ্ন /
নবীগঞ্জে জুয়া ও মাদকের জমজমাট আসর

হবিগঞ্জ প্রতিনিধি

নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলছে জমজমাট জুয়া খেলার আসর। জুয়ার পাশাপাশি মাদক সেবনও করছে জুয়া খেলতে আসা জুয়াড়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর, তিমিরপুর, ৮নং সদর ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ উপজেলার বেশ কয়েকটি স্থানে প্রকাশ্যে বসে জমজমাট জুয়া ও মাদকের আসর।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন দূর দূরান্ত থেকে ওই এলাকাগুলোতে জুয়া ও মাদকের আসরে যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ আমোদ ফ‚র্তি করতে আসে। এসবের ফাঁদে পড়ে অনেকেই টাকা-পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরে যায়।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলাসহ পৌর সদরের কিছু প্রভাবশালী ব্যক্তিরা এই জুয়ার আসর বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে।

এদিকে জুয়া ও মাদকের কারণে দিন দিন বেড়েই চলেছে পারিবারিক সহিংসতা ও কলহ। বেড়েছে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ঘটনাও। এনিয়ে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে অতিবিলম্বে এসব জুয়া ও মাদকের আসর ভেঙে গুড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ বলেন- প্রতিদিনই আমরা বিভিন্ন স্থানে মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। আজও গোপন তথ্যের ভিত্তিতে পৌর এলাকায় একটি জুয়ার আস্তানায় অভিযান করা হয়েছে। এসময় আস্তানা থেকে জুয়া খেলার তাশ ও গাজাঁর খলকি উদ্ধার করা হয়েছে। জুয়াড়ীরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জুয়া ও মাদক বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জুয়া ও মাদকের ব্যাপারে আমরা সোচ্চার।