কৃষি উৎপাদন বাড়াতে সরকার পরিকল্পনা নিয়েছে: পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২২, ১২:২৭ অপরাহ্ন /
কৃষি উৎপাদন বাড়াতে সরকার পরিকল্পনা নিয়েছে: পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী

হবিগঞ্জ প্রতিনিধি

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, সারের জন্য ১৮ জন কৃষককে গুলি করে মারা হয়েছিল, ১ শ টাকার সার দেড় হাজার টাকায় বিক্রি করত। আজকে গ্রামে গ্রামে সারের ডিলার দেওয়া হয়েছে। সরকার কৃষি ব্যবস্থা যাতে আধুনিক হয়, উৎপাদন যাতে বাড়ে ব্যাপক পরিকল্পনা নিচ্ছেন।

তিনি শুক্রবার (১৫ এপ্রিল)দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে সরকারি বিভিন্ন অনুদান প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা গুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও সমাজসেব কর্মকর্তা আশরাফ আলীর পরিচালনায় অনুদান প্রদান অনুষ্টানে বক্তব্য রাখেন- জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আব্দুস সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহামেদ পারুল, মোঃ আলাউদ্দিন, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, মিজানুর রহমান, মাসুদ খান, শাহাব উদ্দিন আহামেদ, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, বেনু রঞ্জন রায়, জাহেদ খান, এরশাদ আলী, আইয়ুব লষ্কর, শংকর পাল প্রমুখ।