
খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে
তেতুলিয়ায় শালবাহানে কৈমারী নামক স্থানে ট্রাকের চাপা পড়ে এক পথচারী জিয়ারুল হক (৩০) নামে যুবকের মৃতু হয়েছে। তিনি ২ নং তিরনই- হাট ইউনিয়নের অন্তর্গত সোনাকান্দর গ্রামের বাসিন্দা দেকারু মোহাম্মাদের ছেলে।

ঘটনাটি রবিবার দুপুরে কৈমারী এলাকায় একটি ট্রাক থেকে মুরগির লিটারের (বিষ্ঠা) বস্তা আনলোড করার সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন জিয়া। এসময় একটি বস্তা তার ওপর পড়ে যায়। তখন পেছন থেকে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে ঘটনার পরপরই ঘাতক ট্রাক্টর পালিয়ে যায়। তিরনই- হাট ইউপি সদস্য জাহাঙীর আলম জানান,এ ঘটনাটি মর্মান্তিক এবং সত্যতা স্বীকার করেন।
এ ব্যাপারে – তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :