মাধবপুরে অস্ত্র ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২২, ১১:১৪ অপরাহ্ন /
মাধবপুরে অস্ত্র ও গুলিসহ  মাদক ব্যবসায়ী  গ্রেফতার

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি॥

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মোঃ শাহ আলম (৩০) মাধবপুরের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক শাহ আলম মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মোহন মিয়ার পুত্র।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেরিত এক বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প এর একটি আভিযানিক দল গতকাল ৮ এপ্রিল দুপুর পৌণে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার হরষপুর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তায় আভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলম (৩০) কে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাসী করে ১টি ওয়ান শুটার গান ও ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।