
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি॥
চুনারুঘাটে পুলিশের অভিযানে ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গতকাল শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল, মোঃ উকিল মিয়া, কনা মিয়া, উস্তার মিয়া, মোঃ অনু মিয়া, জিআর ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ সিরাজ মিয়া, কমল তাতী, মোঃ রফিক মিয়া (৪৮) ও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মূলে গ্রেফতারকৃত আসামী মোঃ অলিউর রহমান (৩৫) এবং চুনারুঘাট থানার মামলা নং ১০(৪)২২ এর আসামী মোঃ ফুল মিয়া (৫৭) এবং অন্যান্য মামলায় গ্রেফতারকৃত একজনসহ ১০ জন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ।
আপনার মতামত লিখুন :