
হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে
আজ ২৪ চৈত্র রোজ শুক্রবার শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদের বাহাড়া গ্রামের পাশে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের তথা হাওর অঞ্চলের ইতিহাস ঐতিহ্য বাহী বিখ্যাত সোমেশ্বরী মন্দির প্রাঙ্গণে গোপনী কীর্তন অনুষ্ঠিত হয়।
প্রতিবছর চৈত্র মাসের শেষ শুক্রবার এই কীর্তন যোগযোগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। কীর্তন উপলক্ষে সোমেশ্বরী মন্দির প্রাঙ্গণে মেলা বসে, মেলায় দূরদূরান্ত থেকে হরেক রকমের খেলনা সামগ্রী সহ মহিলাদের সৌখিন জিনিস পত্র নিয়ে ব্যাবসায়ীদের দোকান বসে, এছাড়াও নানান রকমের দ্রব্যাদি মেলায় কিনতে পাওয়া যায়। শাল্লা সহ আশেপাশের এলাকার নানা শ্রেনী পেশার নারীদের এ মেলায় আগমন ঘটে, তাঁরা মন্দিরে আরাধনা করেন এবং মেলা থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে থাকেন। মেলা কমিটির সভাপতি শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অমর চাঁদ দাশ, মেলা কমিটির সদস্য হিতলাল দাস, রবিন্দ্র চন্দ্র দাস, গিরিশ চন্দ্র দাস, সুতলাল দাস, মৃনাল কান্তি দাস, রঞ্জিত কুমার রায়, কালা বাসি দাস, সুশংকর রায়, আরো অনেকের সাথে কথা হলে তাঁরা দুঃখ প্রকাশ করে বলেন আমাদের হাওর অঞ্চলের মানুষের মন ভাল নেই, অনেক স্থানে অকাল বন্যার পানিতে তলিয়ে গেছে স্বপ্নের ফসল সোনালী ধান, তারপরও যোগ যোগ ধরে হয়ে আসা ধর্মীয় উৎসব দুঃখ ভরা মন নিয়ে পালন করতে হচ্ছে।
আপনার মতামত লিখুন :