
মঈনুদ্দীন শাহীন কক্সবাজার থেকে
২ লাখ ৫০ হাজার,ইয়াবাসহ এবার র্যাবের হাতে আটক হলেন মুক্তিযোদ্ধার সন্তান। (৭ এপ্রিল ২০২২) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫’র অভিযানে ২লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ এই মাদক কারবারীকে আটক করা হয়।
ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় ধৃত আবদুল মালেক ফকির ওরফে কালামনুর বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ইয়াবাসহ আবদুল মালেক ফকির প্রকাশ কালামনু (৪৮) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা আবদুস সালাম টুকু ও হালিমা খাতুন দম্পতির ছেলে। এসময় ধৃতের বসতঘরের শয়নকক্ষের খাটের নীচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে ২লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কালামনু স্বীকার করে যে, উদ্ধারকৃত এসব ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে সে।
ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫’র সহকারী পরিচালক(মিডিয়া) মোঃবিল্লাল উদ্দিন।
আপনার মতামত লিখুন :