
ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট
হবিগঞ্জের বানিয়াচংয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুব্রত দাস নামের এক যুবককে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার রাতে উপজেলার কাগাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এরপর নির্যাতিতা ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করলে সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
সুব্রত দাস উপজেলার কাগাপাশা ইউনিয়নের নজিরপুর গ্রামের সতীন্দ্র দাসের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, বিগত দুই বছর ধরে সুব্রত ওই কলেজছাত্রীকে রাস্তাঘাটে উত্যক্ত করত। ঘটনার আগের দিন ছাত্রীর মা-বাবা বেড়াতে যান। এ কারণে বাড়িতে একাই ছিলেন ওই ছাত্রী। রাত ১১টায় ভুক্তভোগী ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। এ সুযোগে সুব্রত ওই ছাত্রীর শোবার রুমে প্রবেশ করে। পরে ছাত্রী ঘরে এসে দরজা বন্ধ করতেই সুব্রত তাকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, সুব্রতকে গ্রেফতার করে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :