
কমলগঞ্জ থেকে মুহিবুর রহমান মুকুল ll
যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষানুরাগী রফিকুল ইসলাম সম্প্রতি কমলগঞ্জের আব্দুন নূর-নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মনোনীত হয়েছেন। কমলগঞ্জের ২নং পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুরে “আব্দুন নূর-নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়, হল রুমে মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জনাব ড.মোঃ ফজলুল আলী স্যারের উপস্থিতিতে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় স্কুল কর্তৃপক্ষ তিনিকে সম্মানিত করে।
জনাব রফিকুল ইসলাম একজন স্পষ্টভাষী সদালাপী সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তিত্ব। সমাজের অসহায় হতদরিদ্র দরিদ্র মানুষের কল্যাণে একান্ত নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন। মসজিদ মাদ্রাসা নির্মাণ ও এর উন্নয়নে সামর্থনুযায়ী ভূকিকা রেখে চলেছেন।
শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে নিজের মতামত অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষানুরাগী রফিকুল ইসলাম বলেন, প্রত্যন্ত জনপদে এমন একটি শিক্ষা প্রতিস্টান প্রতিষ্টা করে এই অঞ্চলের ঝরে পড়া ছাত্র / ছাত্রীদের শিক্ষিত করে তোলার যে প্রয়াস তা সত্যিই প্রশংসনীয়।
সদ্য প্রয়াত স্কুল প্রতিষ্টাতা আব্দুন নুর মাস্টার সাহেবের বলিষ্ঠ নেতৃত্বের তা সম্ভব হয়েছে। অভিপ্রায় ব্যক্ত করে বলেন, এই শিক্ষা প্রতিষ্টানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে কৃতার্থ মনে করছি।
আপনার মতামত লিখুন :