
খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে
তেঁতুলিয়া বাংলাবান্ধা মহাসড়ক দূর্ঘটনায় কালিন্দীগঞ্জ বাজারে এলাকায় পিকাপের ধাক্কায় সফুরদ্দীন (৫০) নামে এক কৃষকলীগের নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (৩ এপ্রিল)সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলা শালবাহান ইউনিয়নের কালিন্দীগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে। তিনি ছোপাগছ গ্রামের আজিজুল হকের পুত্র। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, তিনি আজ সন্ধ্যায় বাড়ি থেকে কালিন্দীগঞ্জ বাজারে খরচ করতে আসেন। পথিমধ্যে একটি পিকাপের
সাইড দিতে গিয়ে ধাক্কায় গুরুতর ভাবে আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাবান্ধা পাথর শ্রমিকের আত্ম হত্যা
অপর এদিকে তেতুলিয়া বাংলাবান্ধা সিপাইপাড়া ইউনিয়নে হুলাসুজোত গ্রামে পারিবারিক সহিংসতায়( ঘাসমারা) কিটনাশক বিষ পানে আত্মহত্যা করেন পাথর শ্রমিক মো:সবুর আলী(৪০)তিনি বাংলাবান্ধা ইউপির বাসিন্দা পিতা মৃতু কিতাব আলীর পুত্র। এ ব্যাপারে ইউ পি চেয়ারম্যান কুদরতি খুদা মিলন এ খবরটি সত্যতা স্কীকার করেন।
আপনার মতামত লিখুন :