
ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বিজিবিকে মদ বিক্রির গোপন তথ্য দেওয়ার জেরে দুইপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে এ সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।
আহতরা হলেন- রায়হান, আকাশ, মাতাব্বর আলী, নজরুল, রফিকুল, রাসেল, রফিকুল ইসলাম ও তার ছেলে দিলোয়ার হোসেন গং।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে দিলোয়ার হোসেন ও পার্শ্ববর্তী চৌধুরীপাড়ার প্রবাসী তাজুল ইসলামের ছেলে রায়হান ওই দুপক্ষের মধ্যে মাদকদ্রব্য বেচাকেনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিনের। বৃহস্পতিবার সন্ধ্যার পর রায়হান স্থানীয় বাংলাবাজার থেকে বাড়ি ফিরছিল।
পথিমধ্যে ওতপেতে থাকা রফিকুল ইসলামের লোকজন রায়হানকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তাৎক্ষণিক দেশীয় অস্ত্রসহ দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :