
রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থা উদ্যোগে মাহে রমজান উপলক্ষে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ২ টায় স্থানীয় গালফ কমিউনিটি সেন্টারে সংস্থা সহকারী প্রতিনিধি আলীম আল মুনিম ও সংস্থা ইউনিয়ন প্রতিনিধি রুমেন আহমেদ যৌথ সঞ্চালনায় উক্ত খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শাহজাহান খাঁন।
সংস্থার কোষাধ্যক্ষ ছালিক আহমদের সভাপতিত্বে প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মো. ফজলুল আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবে সভাপতি আউয়াল কালাম বেগ,সাংবাদিক আহমদউর রহমান ইমরান,সংস্থা কাতার প্রবাসী সদস্য আব্দুর রব,কুয়েত প্রবাসী সদস্য আব্দুল হান্নান, সংস্থা সহকারী ,ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধিবৃন্দ, প্রমূখ।
এসময় উপজেলার অসহায় দুস্থ প্রায় ১৫০ পরিবারের মাঝে চাল, তেল, পেঁয়াজ, খেজুর, সেমাই, আলু, ছোলা, মটর, দুধ ইত্যাদি দিয়ে মোট ১৫ কেজির প্যাকেজ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :