টিপু হত্যা পরিকল্পনার বৈঠকে ‘অংশ নেওয়া’ দামাল গ্রেপ্তার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২২, ১২:১২ পূর্বাহ্ন /
টিপু হত্যা পরিকল্পনার বৈঠকে ‘অংশ নেওয়া’ দামাল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট

রাজধানীর শাহজাহানপুরে গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার সন্দেহভাজন ‘আসামি’ হিসেবে আরফান উল্লাহ দামাল নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি মতিঝিল বিভাগ।

শুক্রবার ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত মোহাম্মদ শামীম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টিপু হত্যা পরিকল্পনার একটি বৈঠক হয় কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ নামে একটি উন্নয়ন সংস্থার অফিসে। সেই গোপন বৈঠকে দামালসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। দামালকে স্থানীয় যুবলীগ নেতা বলে সবাই চেনেন।

তিনি বলেন, দামালের বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাকে আজ আদালতে তোলা হবে৷ তার কাছ থেকে একটি অস্ত্র জব্দ করা হয়েছে।
তবে দামালকে কোথায় কখন গ্রেপ্তার করা হয়েছে— সে তথ্য জানাননি ডিবির এ কর্মকর্তা।