নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় নানা’র সাথে গোসলে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তুহিন মিয়া (৭) নামে এক স্কুল ছাত্রের। বুধবার(৩০ মার্চ) দুপুরে মোহনপুর ঈদগা এলাকার পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
তুহিন মোহনপুর এলাকার রুবেল মিয়ার পুত্র। সে স্থানীয় টাউন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ছিল।
স্বজনরা জানান, তুহিন তার নানা’র সাথে পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখোঁজির পর তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন। এসময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :