স্টাফ রিপোর্টারঃ
আগামী ১লা এপ্রিল বানিয়াচং উপজেলা বিএনপির কাউন্সিল। এ উপলক্ষে বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ সহ বিএনপির নেতা কর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটারদের নিকট ভোট চাচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।

উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। উদ্বোধন করবেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ,সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন,সাবেক এমপি শাম্মী আক্তার,সাবেক এমপি শেখ সুজাত মিয়া ও হবিগঞ্জের জেলা আহবায়ক আবুল হাসিম প্রমূখ।কাউন্সিলে ১ হাজার ৬৫ জন ভোটার তাদের আগামী কমিটির নেতা নির্বাচন করবেন। এউপলক্ষে বানিয়াচং ঐতিহ্যবাহী হাসান মঞ্জিলের মাঠে চলছে ডেকোরেশনের কাজ ।
ইতিমধ্যে প্রার্থীগণ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তৃণমূল কর্মীরা নাম প্রকাশ না করার শর্তে জানান,যারা অতীতে পদ বিক্রি ও বিদেশী নেতাদের অর্থায়নে পরিচালিত হচ্ছে তাদের বর্জন করা হবে।
আপনার মতামত লিখুন :