জামালগঞ্জে ব্রাকের টিবি, ম্যালেরিয়া, এইচআইভি ও কোভিট-১৯ কার্যক্রমের দিন ব্যপী ওরিয়েন্টেশন
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২২, ১:০৯ পূর্বাহ্ন /
০
তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে টিবি, ম্যালেরিয়া, এইচআইভি ও কোভিট-১৯ কার্যক্রমের উপর দিন ব্যপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার ব্র্যাক কার্যালয়ে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাক এর আয়োজনে
অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মসজিদের ঈমাম, শিক্ষক, গণমাধ্যমকর্মী, চিকিৎসক, জনপ্রতিনিধি, গণ্যমান্যব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা। ওরিয়েন্টেশনে যক্ষ্মা রোগ সংক্রান্ত ও এর প্রতিকার নিয়ে আলোচনা করেন, ব্র্যাক যক্ষা কার্যক্রমের প্রোগ্রাম অর্গেনাইজার বর্না দাস।
এ ছাড়াও আলোচনায় অংশনেন নতুন পাড়া জামে মসজিদের পেশ ঈমাম মোঃ ফরিদ আহমেদ, বীনাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিন্ধু ভূষণ তালুকদার, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, বেহেলি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য সবিতা রানী, কমিউনিটি প্যারামেডিক সিএসপি সিপি সুমন আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে যক্ষা একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা। এই রোগে উল্লেখ সংখ্যক লোক আক্রান্ত হয়ে থাকে। দ্রুত চিকিৎসা গ্রহণ না করলে রোগীর মৃত্যু হতে পারে। এইচআইভি এইডস আক্রান্তদের মধ্যে যক্ষা রোগ দ্রুত বিস্তার লাভ করে। যক্ষ্মা নিয়ন্ত্রণে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যক্ষার পাশাপাশি ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলিতে ম্যালেরিয়া রোগের সংখ্যা অনেক। বর্তমানে পুরো বিশ্বে কোভি-১৯ মহামারির সাথে যুদ্ধ চলছে। বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব লক্ষ করা যাচ্ছে। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে যক্ষা, এইচ আইভি, ম্যালিরিয়া ও কোভিড-১৯ সম্পর্কিক সচেতনতা মেনে চলা ম্স্ক পরিধান কোভিড টিকা গ্রহনে সবাইকে উৎসাহিত করতে হবে।
আপনার মতামত লিখুন :