বড়লেখায় শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যােগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও খাবার বিতরণ সম্পন্ন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২২, ১২:০৫ পূর্বাহ্ন /
বড়লেখায় শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যােগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও খাবার বিতরণ সম্পন্ন

মাহমুদ হাসান, বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখায় স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও খাবার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন। অদ্য বাদ মাগরিব স্হানীয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু তাহের এর সঞ্চালনায় এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

বক্তব্য রাখেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আজিজুল হক। এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তছলিম উদ্দিন, নজরুল ইসলাম, মোল্লা আহমদ হোসাইন, শিব্বির আহমদ, শামছুল ইসলাম, এনাম উদ্দিন, কবির আহমদ, ইকবাল হোসেন, এবাদুর রহমানসহ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং পরবর্তীতে উপস্থিত সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়।