যশোরে একাধিক মামলার আসামি মাদকদ্রব্যসহ গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২২, ১:১৬ পূর্বাহ্ন /
যশোরে একাধিক মামলার আসামি মাদকদ্রব্যসহ গ্রেফতার

আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ

যশোর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন যাবত অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ২৬ মার্চ( শনিবার) আনুমানিক দুইটায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে গঠিত বিশেষ টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামের বাঁশ বাগান হইতে ঝিকরগাছা থানার কৃষ্ণনগর ডাক বাংলো পাড়ার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে আসামী মোঃ সাগর (২৭) কে ৬ শত পিচ ইয়াবা ট্যাবলেট,একটি মোটরসাইকেল ও ৩ টি মোবাইলসহ গ্রেফতার করেন।

উল্লেখ্য, সিডিএমএস যাচাই করে দেখা যায় তার বিরুদ্ধে ০১ টি বিস্ফোরক মামলা, ০২ টি অস্ত্র মামলা, ০৫ টি মাদক মামলা, খুন সহ অন্যান্য মামলা ০৫ টি বিজ্ঞ আদালতে চলমান আছে।
এছাড়া আজকের এ সংক্রান্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।