মাহমুদ হাসান, বিশেষ প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের প্রাচীন মাধ্যমিক বিদ্যালয় ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে দুরন্ত মেধাবী সংসদ বড়লেখা পশ্চিম।
২৬শে মার্চ (শনিবার) স্কুলের এক ক্লাস রুমে সকাল ১১ঘটিকার সময় এ কুইজ প্রতিযোগিতা শুরু হয়। পরবর্তীতে প্রতি ক্লাস ভিত্তিক তিনটি করে মোট ১৫টি পুরষ্কার বিজয়ীদের মধ্যে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা দুরন্ত মেধাবী সংসদের চেয়ারম্যান হাফেজ ফারুক আহমেদ মঞ্জু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্কুল কার্যক্রম সম্পাদক দিদারুল ইসলাম, বড়লেখা পশ্চিমের পরিচালক তুফাজ্জাল হোসাইন, সহ-পরিচালক ফাহাদ আহমদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয় দ্বায়ীত্বশীল বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাফেজ ফারুক আহমদ মঞ্জু বলেন, বাংলাদেশকে চতুর্দিক থেকে শোষণ করা হচ্ছে যার জন্য আমরাই দায়ী। আমাদেরকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে এবং এই দেশকে গড়ার কাজে লিপ্ত হতে হবে। আপনারা জীবনে প্রতিষ্ঠিত হয়ে যে সেক্টরেই কাজ করেন না কেন, নৈতিকতা যেনো বিলুপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
আপনার মতামত লিখুন :