জামালগঞ্জে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২২, ১২:৫০ পূর্বাহ্ন /
০
জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিভিন্ন গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে ঝড়ো হাওয়ায় প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
উপজেলার ফেনারবাক ইউনিয়নের ফেনারবাক গ্রামের বাজারে রহিছ উদ্দিন চৌধুরী ও আলাই মিয়ার দোকান ঘর ভেঙ্গে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। জামালগঞ্জ সদরের কলেজ সংলগ্ন কাজল মিয়ার দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এতে প্রায় তার ১৫-২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে উত্তর ইউনিয়নের শরতপুর গ্রামের। লিটন মিয়া, তাজুল ইসলাম, মিলন মিয়া, ময়না মিয়া, রুবেল, নজরুল ইসলাম, অমূল্যদাস, লেবু, ডালিম ও নেউলি ঘর ভেঙ্গে গুড়িয়ে নিয়েছে ঝড়ো হাওয়ায়। এছাড়া একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঝড়ো হাওয়ায় ঘড়বাড়ি গাছপালা ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
আপনার মতামত লিখুন :