জামালগঞ্জে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২২, ১২:৫০ পূর্বাহ্ন /
জামালগঞ্জে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিভিন্ন গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে  ঝড়ো হাওয়ায় প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
উপজেলার ফেনারবাক ইউনিয়নের ফেনারবাক গ্রামের বাজারে রহিছ উদ্দিন চৌধুরী ও আলাই মিয়ার দোকান ঘর ভেঙ্গে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। জামালগঞ্জ সদরের কলেজ সংলগ্ন কাজল মিয়ার দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এতে প্রায় তার ১৫-২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে উত্তর ইউনিয়নের শরতপুর গ্রামের। লিটন মিয়া, তাজুল ইসলাম, মিলন মিয়া, ময়না মিয়া, রুবেল, নজরুল ইসলাম, অমূল্যদাস, লেবু, ডালিম ও নেউলি ঘর ভেঙ্গে গুড়িয়ে নিয়েছে ঝড়ো হাওয়ায়। এছাড়া একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঝড়ো হাওয়ায় ঘড়বাড়ি গাছপালা ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।