বানিয়াচংয়ে খরায় পুড়ছে কৃষকের স্বপ্ন” নেই বৃষ্টি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২২, ১১:৫৯ অপরাহ্ন /
বানিয়াচংয়ে খরায় পুড়ছে কৃষকের স্বপ্ন” নেই বৃষ্টি

মোতাব্বির হোসেন,বানিয়াচং।।

হবিগঞ্জের বানিয়াচংয়ে নেই বৃষ্টি। জমিন ফেঁটে চৌঁচির। হুমকির মূখে রয়েছে হাওরের সোনালী ফসল উৎপাদন। খরায় পুড়ছে কৃষকের স্বপ্ন।বুকফাটা আর্তনাদ ও মাথায় হাত।

শুক্রবার (২৫ শে মার্চ) বেলা ২.টায় বানিয়াচংয়ের বিভিন্ন ধানের হাওর পরিদর্শনকালে ওই সকল চিত্র দেখা যায়।

জানা যায়,পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং একটি হাওর বেষ্টিত এলাকা। ১৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত বানিয়াচং উপজেলা। এখানে রয়েছে হাজার হাজার হেক্টর কৃষি জমিন। এখানকার ৭০শতাংশ মানুষ কৃষি পেশার উপর নির্ভরশীল। ওই সকল জমি থেকে চাষীরা উৎপাদন করে থাকেন লক্ষ লক্ষ টন ধান। সেই ধান প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ও শহর বন্দরে রপ্তানি করা হয়।তবে এবার এখনও নামেনি বৃষ্টি। ফলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।অনাবৃষ্টিতে ফসলের জমি ফেঁটে চৌঁচির হয়ে গেছে।খড়ায় পুড়ছে ধানের জমি।

কৃষক মুবাশ্বির মিয়া,সুবেল মিয়া,জাকির হোসেন জানান,এবার তারা নগদ টাকা ঋণ নিয়ে শতশত একর ধান চাষ করেছেন। ফসলও ভালো হয়েছে।তবে বৃষ্টি না হওয়ায় পুড়ে যাচ্ছে ধানের জমিন।সেইসাথে তাদের স্বপ্ন। বৃষ্টি না হলে ধান উৎপাদন হবেনা এবং ব্যাপক লোকসানে পড়বেন বলেও জানান তারা।

উল্লেখ্য- বৃষ্টির জন্য বানিয়াচং উপজেলার বিভিন্ন হাওরে দোয়া ও মোনাজাতের মাহফিল করাচ্ছেন অসহায় কৃষকেরা।