মাধবপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২২, ১২:২৭ পূর্বাহ্ন /
মাধবপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি।

হবিগঞ্জের মাধবপুর পৌরসভা বাস স্ট্যান্ড এলাকায় থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ স্বপন খন্দকার (৪৭) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবপুর পৌরসভার বাস স্ট্যান্ড এলাকায় সিলেটগামী বাস গাড়ি থেকে নামার পরে স্কুল ব্যাগে ঝুলানো অবস্থায় তল্লাশি করে ভারতীয় নিষিদ্ধ ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী স্বপন খন্দকার সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ডালরপাড়ের পিতা আব্দুল হক খন্দকারের ছেলে।

এ বিষয় সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার রুজু করে, বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।