মঈনুদ্দীন শাহীন, কক্সবাজার থেকে
উখিয়া – কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প গুলোর অভ্যন্তরেই তৈরী হচ্ছে মরনঘাতী ইয়াবা। এমনটাই ধারনা করছেন স্থানীয় সচেতন মহল। সোমবার ক্যাম্পে অভিযান চালিয়ে এপিবিএন -৮ এর একটি দল প্রায় দেড় কেজি ইয়াবা তৈরীর প্রধান কাঁচামাল উদ্ধার করে এবং গ্রেফতার করা হয় এক রোহিঙ্গাকে । ক্যাম্প থেকে প্রথম এধরনের উপকরণ উদ্ধার হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ পুলিশ ও।
এপিবিএন -৮ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ কামরান হোসেন ইয়াবার প্রধান উপকরণ এমফিটামিন / মিথাইল এমফিটামিন মাদক জাতীয় পাউডার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার (২১ মার্চ ২০২২) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার ক্যাম্প ১৯ এর সি/৫ এ অভিযান চালানো হয়।
এপিবিএন পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্সের অভিযানে ১ কেজি ৩ ‘ শ গ্রাম ওজনের ইয়াবা তৈরীর প্রধান উপকরণ সাদা রঙের এমফিটামিন জাতীয় পাউডারসহ রোহিঙ্গা ইউনুছ (২৬) কে আটক করা হয়। উদ্ধারকৃত এফিটামিনের আনুমানিক মূল্য চল্লিশ লক্ষ টাকা। ক্যাম্প -১৯ এর রোহিঙ্গা হোসেন আহাম্মদের ছেলে ইউনুছের বসত ঘর হতে এগুলো উদ্ধার করা হয়।
রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা তৈরীর কাঁচামাল উদ্ধারের ঘটনা এটাই প্রথম বলে জানান এপিবিএন এর উক্ত কর্মকর্তা। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যদি ইয়াবা তৈরী না হবে তাহলে উপকরণ কেন আসবে! আটক রোহিঙ্গাকে এব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্নভাবে ক্যাম্পে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা তৈরীর প্রধান উপকরণ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রোহিঙ্গারা খুবই মারাত্মক ও ক্রমে ভয়ংকর হয়ে উঠছে। হয়ত ক্যাম্পে ভিতরে গোপন কোন ইয়াবা তৈরীর কারাখানা রয়েছে। না হলে এসব কাঁচামাল কিভাবে কেনো আসে। রোহিঙ্গাদের ওপর কঠোর তদারকি ও নজরদারি আরোপের দাবি জানান তিনি।
আপনার মতামত লিখুন :