সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা হবে: বিজিবি মহাপরিচালক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২২, ১২:০৮ পূর্বাহ্ন /
সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা হবে: বিজিবি মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা হবে।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্ত ও ইমিগ্রেশন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি ও বিএসএফ এক সঙ্গে কাজ করছে। আমরা আইজিএলটি, ডিজিএলটিসহ দ্বিপক্ষীয় উচ্চ পর্যায়ের প্রত্যেকটি সীমান্ত বৈঠকে এ বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করছি। উভয়পক্ষেরই সৌহার্দপূর্ণ মনোভাবের কোনো কমতি নাই। উভয়পক্ষই চাচ্ছে সীমান্ত হত্যা জিরো টলারেন্স (শূন্যের কোঠায়) নামিয়ে নিয়ে আসার জন্য।

তিনি আশা প্রকাশ করে বলেন, বিজিবি ও বিএসএফ একে অপরের সঙ্গে যোগাযোগ বাড়ানো হচ্ছে। সীমান্ত বাহিনী আমরা একে অপরকে বুঝতে চেষ্টা করছি এবং উভয়ই সৌহার্দপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করছি। এতে করে সীমান্ত হত্যা বন্ধে ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

আখাউড়া ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ বিএসএফের বাঁধার মুখে বন্ধ রয়েছে এমন প্রশ্নের জবাবে ডিজি বলেন, আন্তর্জাতিক কিছু নিয়ম-কানুন রয়েছে। এ বিষয়ে উচ্চ পর্যায়ে পত্রালাপ চলছে। আন্তর্জাতিক নিয়ম মেনে খুব দ্রুতই আখাউড়া ইমিগ্রেশন ভবনের বাকি নির্মাণ কাজ শেষ করা হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ পূর্বাঞ্চল সীমান্তের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের শূণ্যরেখায় পৌঁছলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২০ ব্যাটালিয়নের অধিনায়ক রত্নেশ কুমার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং গাছের চারা শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন। মেজর জেনারেল সাকিল আহমেদ বিএসএফ জওয়ানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও করমর্দন করে মিষ্টি তুলে দেন।

এ সময় বিজিবির উত্তর-পূর্ব (সরাইল) রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুর আবেদিন, ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।