বানিয়াচং থানা পুলিশের অভিযানে টমটম চোরসহ ৫ জন গ্রেফতার।।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২২, ১১:৩২ অপরাহ্ন /
বানিয়াচং থানা পুলিশের অভিযানে টমটম চোরসহ ৫ জন গ্রেফতার।।

স্টাফ রিপোর্টার।।

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশর অভিযানে চুরি হ‌ওয়া টমটম উদ্ধার করে ৩ চোর ও ২ পলাতক আসামীকে গ্ৰেফতার করে বানিয়াচং থানা পুলিশ।

গত- (২৬ জানুয়ারী) দিবাগত রাতে ০৩.৩০ ঘটিকার ভিতরে যেকোন সময় টমটম চালক মোঃ মুক্তাদির মিয়ার বসত ঘরের টিনের বেড়াযুক্ত বারান্দা হইতে অজ্ঞাতনামা চোরেরা তাহার ব্যবহৃত টমটম গাড়ী চুরি করিয়া নিয়া যায়।

উক্ত বিষয়ে লিখিত অভিযোগের প্রক্ষিতে নিয়মিত মামলা রুজু করিয়া বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের, দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই সন্তোষ চৌধুরী সংগীয় ফোর্সের সহায়তায় ঘটনায় জড়িত আসামী দৌলতপুর দক্ষিণ-পূর্ব পাড়া গ্ৰামের লুৎফর রহমান লেবু মিয়ার ছেলে মাছুম মিয়া(২১),এক‌ই গ্ৰামের মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ সিদ্দিক মিয়া(২৪),কে
(২২ মার্চ) রাত সাড়ে ৭ ঘটিকার সময় দৌলতপুর এলাকা হইতে গ্রেফতার করা করা হয়।

আসামীদের জিজ্ঞাসাবাদে তাহারা চুরির ঘটনা স্বীকার করে এবং তাহাদের দেওয়া তথ্যমতে আসামী বাগহাতা গ্ৰামের আইয়ুব আলীর ছেলে কামরুল ইসলাম(২৮)কে তাহার হেফাজত হইতে রাত ২২.৩০ ঘটিকার সময় বাদীর চুরি যাওয়া টমটম উদ্ধার করা হয়।

এছাড়াও (২২ মার্চ) রোজ মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ছিলাপাঞ্জা গ্ৰামের কবির মিয়ার ছেলে জহিরুল ইসলাম, ও ছিলাপাঞ্জা গ্ৰামের মর্তুজ আলীর ছেলে ৫। মোঃ আল আমীন (২৬)কে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন এলাকায় চুরি,ডাকাতি, দাঙ্গা,মাদক রোধকল্পে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।সকল আসামীদেরকে বিচারাধীন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।