পঞ্চগড়ে আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২২, ২০২২, ৭:২২ অপরাহ্ন /
পঞ্চগড়ে আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে

পঞ্চগড়ে আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০মার্চ) পঞ্চগড় চিনিকল মাঠে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব রমেশ চন্দ্র সেন এমপি।

সম্মলনে উপস্থিত ছিলেন ডঃ হাসান মাহমুদ এমপি যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ও তথ্য সম্প্রচার মন্ত্রী, এইচ এন আশিকুর রহমান এমপি কোষাধ্যক্ষ বাংলাদেশ আওয়ামী লীগ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব সৈয়দ আবদুল আউয়াল শামীম সদস্য কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ, এ্যাডভোকেট সফুরা বেগম রুমি, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক সংসদ সদস্য, এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক সংসদ সদস্য, আলহাজ্ব মোঃ মাজহারুল হক প্রধান, মাননীয় সংসদ সদস্য পঞ্চগড় -১ ও সিনিয়র সহসভাপতি, জেলা আওয়ামী লীগ পঞ্চগড়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাখাওয়াত হোসেন শফিক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, সঞ্চালনা করেন জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, পঞ্চগড় ও চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চগড়। সম্মেলনে রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে সভাপতি, পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজহারুল হক প্রধানকে সিনিয়র সহসভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাটকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।