
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্প্রীতির হবিগঞ্জ সামাজিক সংগঠনের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) সকাল ৮ টায় ভ্রমণের উদ্দেশ্যে বাহুবল বাজার হতে বাস যোগে যাত্রা করে মিরপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ বাস স্ট্যান্ড হয়ে শাহজিবাজারের ফ্রুটস ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে”, সেখানে বিভিন্ন স্পট দর্শনের পর পার্শ্ববর্তী সাতছড়ি জাতীয় উদ্দ্যান ও দর্শন করা হয়।
রঘুনন্দন পাহাড়ের চূড়ায় অবস্থিত ফ্রুটস ভ্যালির এই সুন্দরতম ফলের বাগান পর্যটক ও সৌন্দর্য পিপাসু মানুষদের আকৃষ্ট করছে।
প্রায় ২০০ প্রজাতির দেশি-বিদেশি ঔষধি, ফুল ও ফলের সহস্রাধিক গাছ। ফ্রুটস ভ্যালির পূর্ব পাশের বর্ধিত স্থানে কৃত্রিম পাহাড়, ঝরনা, সুইমিংপুল সদৃশ লেক, সবুজ ঘাসে আচ্ছাদিত লন ও ঔষধি গাছের বাগান এখানকার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে।
আনন্দ ভ্রমণে সারাদিন ঘোরাঘুরি,খাওয়া-দাওয়া,খেলাধু
সবশেষে সম্প্রতির হবিগঞ্জ সামাজিক সংগঠনের পরিচালক জাকারিয়া আমিন ও সংগঠনের উপদেষ্টা নোয়াপাড়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ সুহেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সংগঠনের আনন্দ ভ্রমণের টিশার্ট প্রদান করেন সিনিয়র উপদেষ্টা ফ্রান্স প্রবাসী মোহাম্মদ দিলু তালুকদার। খেলাধুলার গিফট সামগ্রী প্রদান করেন অত্র সংগঠনের উপদেষ্টা ডুবাই প্রবাসী রহমত উল্লা মুন্না।
আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পিকনিক টি সবাই দারুণ ভাবে উপভোগ করেছেন বলেও জানান সবাই।
আপনার মতামত লিখুন :