হবিগঞ্জে ডাকাতের হামলায় দুই যুবক আহত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২২, ১২:০৩ পূর্বাহ্ন /
হবিগঞ্জে ডাকাতের হামলায় দুই যুবক আহত

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার পইলে কামরুল হাসান (১৯) ও তাজুল ইসলাম (২৫) নামে দুই যুবককে কুপিয়েছে ডাকাত দল। এসময় তাদের কাছে থাকা ব্যবসার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা।  বৃহস্পতিবার(১৭ মার্চ)  রাত ১০টায় এ ঘটনা ঘটে। আহত কামরুল হাসান পইল পশ্চিমপাড়া গ্রামের হাছন আলীর পুত্র ও তাজুল ইসলাম একই এলাকার ছমেদ আলী পুত্র।

আহত কামরুলের পিতা হাছন আলী জানান, গতকাল বৃহস্পতিবার উল্লেখিত সময়ে কামরুল হাসান ও তাজুল ইসলাম তাদের আত্মীয় তাজুল ইসলাম ঠিকাদারের ৮ লক্ষ টাকা বাহুবলের বাজারের পাথর ব্যবসায়ী ইয়াছিন আলীর কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় তাদের বাড়ির পার্শবতী পইল পশ্চিমপাড়া আলগাবাড়ির মুখ এলাকায় পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা ৮/১০ জনের ডাকাতদল তাদের উপর হামলা চালায়। এ সময় ডাকাতরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে সাথে থাকা ৮ লক্ষ টাকা ও মোবাইল নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করেন।