
নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ আব্দুল বাছির (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বাছির বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আব্দরু রহিমের ছেলে।
গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই এনামূল হক বৃহস্পতিবার(১৭ মার্চ) ভোররাতে মাধবপুর পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় অটোরিকশা তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা ৩০ বোতল ভারতীয় মদ, ৮ বোতল বিয়ার উদ্ধার সহ অটোরিকশা জব্দ করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :